নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ডঃ মুসলিম মহিলাদের জন্যে বোরখা নিষিদ্ধ করতে চলেছে শ্রীলঙ্কা সরকার, সাথে হাজারেরও বেশি মাদ্রাসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শ্রীলঙ্কার জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী সরথ বীরাশেখরা শুক্রবারে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন, তিনি সংবাদ মাধ্যমে জানান যে; মুসলিম নারীদের সম্পূর্ণ মুখ ঢাকা জাতীয় সুরক্ষার জন্যে ঝুঁকিপূর্ণ, তাই তারা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সুরক্ষা স্বার্থে এই সিদ্ধান্তে উপনীত হয়। সাথে তাদের আরও দাবি যে; জাতীয় শিক্ষানীতির সঙ্গে মাদ্রাসা শিক্ষা সম্পূর্ণ বিপরীত মুখী তাই তারা দেশের চলতি হাজার মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলঙ্কা সরকার আরও জানান যে, যে কেউ চাইলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারবে না, যে কেউ চাইলে নিজের ইচ্ছে মত শিক্ষা দিতে পারবে না। তবে শ্রীলঙ্কার এহেন সিদ্ধান্ত নিয়ে অনেকে অনেক মতামত পেশ করেছেন। দাবি করা হচ্ছে যে, এর জেরে বিপন্ন হতে চলেছে শ্রীলঙ্কায় বসবাসকারী মুসলিম ধর্মালম্বি মানুষের নাগরিক ও মৌলিক অধিকার। বলা বাহুল্য যে গত দুই বছর আগে ২০১৯ সালে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল শ্রীলঙ্কা, রক্তাক্ত হয় কলম্বো, আর তার ফলে প্রায় জীবন হারায় ২৫০ জনের ও বেশি মানুষ এবং আহত হয় প্রায় ৫০০ জন। তারপর থেকেই ওই দেশের সরকার দেশের নিরাপত্তার জন্যে বিভিন্ন পদক্ষেপ অবলম্বন করতে থাকে। সেই সময় ওই দেশের সরকার পুরো দেশ জুড়ে মুখ ঢাকা নিষিদ্ধ করে, কিন্তু বিভিন্ন সমালোচনার কারণে আবার তুলে নেয় সেই আইন। মুলত বোরখা আর ধর্মীয় শিক্ষার বিষয় নিয়ে যখন অপব্যাবহার শুরু তখনি এই সব দেশ গুলিতে এই ধর্মীয় জিনিস নিষিদ্ধ হয়।