নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:- NIA-র হাতে গ্রেফতার ছত্রধর মাহাতো। জঙ্গলমহলে ভোট শেষের পরেই গ্রেফতার ছত্রধর মাহাতো। শনিবার মধ্যরাতে তাঁকে গ্রেফতার করল NIA। গতকাল রাত তিনটে নাগাদ তাঁর লালগড়ের বাড়ি ঘিরে ফেলে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সূত্রের খবর, জ্ঞানেশ্বরী মামলায় জড়িত থাকার কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এদিন ছত্রধরের পরিবারকেও একই কথা জানিয়েছে NIA। উল্লেখ্য, UAPA আইনে যাবজ্জীবনের সাজা কাটিয়ে গত বছরই মুক্তি পেয়েছিলেন লালগড়ের সন্ত্রাসবিরোধী জনসাধারণ কমিটির নেতা। সমাজের ফেরার পাশাপাশি জীবনেরও মূল স্রোতে ফিরেছেন ছত্রধর মাহাতো। সরকার বিরোধী থেকে এখন শাসকপক্ষে।
শনিবার ১১ বছর পরে শনিবার ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লালগড় থানার আমলিয়া গ্রামে নিজের বুথে সস্ত্রীক ভোট দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। শনিবার স্ত্রী নিয়তি মাহাতোকে সঙ্গে নিয়ে আমলিয়া ভোটকেন্দ্রে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে তিনি ভোট দেন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো বলেছিলেন, ‘১০ বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে মনে হচ্ছে আমি যেন নতুন ভোটার। ভারতের প্রতিটি মানুষের উচিত তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য ভোট দেওয়া ।আমি ভারতবর্ষের একজন নাগরিক তাই আমি ভোট দান করেছি।’
ছত্রধর আরও বলেন যে, ‘ঝাড়গ্রাম শুধু নয়, ঝাড়গ্রাম জেলার চারটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করবে । শনিবার থেকে খেলা শুরু হয়েছে। আগামী দিনে এই খেলা চলবে। খেলার নাম হল উন্নয়ন। উন্নয়নের খেলা বাংলায় আরও জোর কদমে শুরু হবে।’