নিজস্ব সংবাদ দাতা ; টি নিউজ ওয়ার্ল্ড:-
শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। যার আট দফায় সম্পূর্ণ হবে নির্বাচন। প্রথম দফা হয়েছে ২৭ মার্চ এবং দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামীকাল ১ এপ্রিল। এর পরবর্তী তৃতীয় হতে অষ্টম দফার জন্য চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান। আজকে মালতিপুর বিধানসভার অন্তর্গত পীরগঞ্জ অঞ্চলের সাতমারা আম বাগানে নির্বাচনী আলোচনা সভায় উপস্থিত মালতিপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মাননীয় আব্দুর_রহিম_বক্সি মহাশয়। আরও উপস্থিত ছিলেন রতুয়া ২নং ব্লক ও পীরগঞ্জ অঞ্চল নেতৃত্ব ।