করোনা বাড়লেও কুম্ভ মেলা বন্ধ করবোনা বললেন উত্তরাখণ্ডের মুখমুন্ত্রী

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ডঃ- করোনা বাড়লেও কুম্ভ মেলা বন্ধ করবোনা বললেন উত্তরাখণ্ডের মুখমুন্ত্রী। কুম্ভ মেলার জনস্রোতে লাগাম টানা যায় নাকি! ধর্মকে অবহেলা করা হবে। তা আমি পারব না। স্পষ্ট জানিয়ে দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিংহ রাওয়ত। তিনি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দিয়েছেন কিন্তু ধর্মকে পিছনে ফেলে নয়। কুম্ভমেলার দ্বিতীয় শাহি স্নানের ছবি ভিডিও দেখে অবাক স্বাস্থ্যমহল সহ করোনা নিয়ে ওয়াকিবহান মানুষজন। যা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। দেশ যখন করোনার ঘায়ে কাবু, তখন এই কুম্ভমেলাকে প্রশ্রয় দেওয়া হল কিভাবে? মঙ্গলবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, অন্যান্য র্মীয় সমাবেশের সঙ্গে কুম্ভের তুলনা চলে না। খোলা জায়গায় কুম্ভমেলা হচ্ছে। গঙ্গার ঘাটে স্নাস করছে সকলে। আর এখনে পুণ্যার্থীদের ভিড়। তারা তো সকলই আমাদের লোক। ১২ বছরে এক বার কুম্ভমেলা হয়। এর সঙ্গে ধর্মীয় আবেগ জড়িয়ে। তবে কোভিড বিধি মেনে চলার চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত, সোমবার সন্ধেবেলা প্রায় ২৮ লক্ষ পুণ্যার্থী গঙ্গায় দ্বিতীয় শাহি স্নানের জন্য কুম্ভে এসেছেন। মেডিক্যাল বিভাগ সূত্রে খবর এদিন সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাত্র ১৮ হাজার ১৬৯ জনের করোনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে ১০২ জনেরই রিপোর্ট পজিটিভ আসে। আর এই পরিসংখ্যানই চিন্তা বাড়াচ্ছে দেশ জুড়ে।

“জায়গায় জায়গায় শীতলকুচি হবে” হুঁশিয়ারি দীলিপ ঘোষের

কালোজিরা তেলের উপকারিতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here