মানবতার নজির গড়লেন একটি বেসরকারি স্কুল প্রতিষ্ঠান

0
Spread the love
নিজস্ব সংবাদ দাতা ; টি নিউজ ওয়ার্ল্ড:-
করোনা মহামারীতে মানবতার নজির সৃষ্টি করলো আল ইক্বরা অ্যাকাডেমি।
আজ এই কঠিন মহামারি করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে পিরোজপুর, বাজিতপুর ও বাহড়া গ্রামবাসি ও পথচারীদের সচেতন করতে তৎপর পিরোজপুর আল-ইক্বরা একাডেমির শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী বৃন্দ।তারা সকলকে মাস্ক ও স্যানিটাইজার দিয়ে সতর্ক থাকার বার্তা দিলেন।
উপস্থিত ছিলেন,রাহুল বিশ্বাস(প্রধান শিক্ষক)ও
আনন্দ সিংহ (সহকারি শিক্ষক)।
বর্তমান পরিস্থিতিতে করোনা সংক্রমণ ক্রমশঃ বেড়েই চলেছে।
তাই এমন কঠিন পরিস্থিতিতে মানবতার সেবায় নিজেদের আত্ম নিয়োগ করে নজির সৃষ্টি করেছে এই শিক্ষা প্রতিষ্ঠান।
আল ইক্বরা অ্যাকাডেমির শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ এর আগেও মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করেছিলেন।
তাঁরা চান এই করুণ পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে যতটা সম্ভব সহায়তা প্রদান করার মাধ্যমে মানবতার পরিচয় দেওয়া।
তাঁরা আজ কয়েক শত লোকেদের স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করার পাশাপাশি সকলকেই সচেতন করেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
তাঁদের এমন মহৎ কর্মসূচিতে খুশি এলাকাবাসী এবং এলাকাবাসী তাঁদের সাধুবাদ জানিয়েছেন।

মানবতার নজির স্থাপন করল সরল হিউম্যানিটি ব্লাড গ্রুপ স্বেচ্ছাসেবী সংস্থা।

Peace Honey 50g

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here