টি নিউজ ওয়ার্ল্ড:- একদিকে পেট্রোল, ডিজেল ও জ্বালানির দাম আকাশ ছোঁয়া আবার টেলিকম কোম্পানি গুলো যেন লুটতে নেমেছে মনে হচ্ছে তাদের প্রিপেইড প্ল্যান গুলোর দাম বাড়াতেই চলেছে।
Airtel এবং Vodafone-Idea (Vi) সম্প্রতি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। একই পথে হাঁটল Reliance Jio-ও। রবিবার Jio ঘোষণা করেছে যে তাদের কিছু প্রিপেড প্ল্যানের দাম বাড়ানো হচ্ছে। Jio তার কিছু জনপ্রিয় প্ল্যানের খরচ ৪৮০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।
আগামি 1ডিসেম্বর থেকে বাড়ানো হচ্ছে রিচার্জ প্ল্যান।
কোন্ প্লান কত টাকা ছিলো ও বেড়ে কত টাকা হলো।
- আগে ৭৫ টাকা ছিলো সেটা এখন ৯১ টাকা করা হয়েছে ২৮ দিন, মোট ৩ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ৫০টি SMS
- আগে ১২৯ টাকা ছিলো সেটা এখন ১৫৫ টাকা করা হয়েছে ২৮ দিন, মোট ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ৩০০টি SMS
- আগে১৪৯ টাকা ছিলো সেটা এখন ১৭৯ টাকা করা হয়েছে ২৪ দিন, দিনে ১ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি SMS
- আগে ১৯৯ টাকা ছিলো সেটা এখন ২৩৯ টাকা করা হয়েছে ২৮ দিন, দিনে ১.৫ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি SMS
- আগে ২৪৯ টাকা ছিলো সেটা এখন ২৯৯ টাকা করা হয়েছে ২৮ দিন, দিনে ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি SMS
- আগে ৩৯৯ টাকা ছিলো সেটা এখন ৪৭৯ টাকা করা হয়েছে ৫৬ দিন, দিনে ১.৫ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি SMS
- আগে ৪৪৪ টাকা ছিলো সেটা এখন ৫৩৩ টাকা করা হয়েছে ৫৬ দিন, দিনে ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি SMS
- আগে ৩২৯ টাকা টাকা ছিলো সেটা এখন ৩৯৫ টাকা ৮৪ দিন, মোট ৬ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০০টি SMS
- আগে ৫৫৫ টাকা টাকা ছিলো সেটা এখন ৬৬৬ টাকা করা হয়েছে ৮৪ দিন, দিনে ১.৫ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি SMS
- আগে ৫৯৯ টাকা ছিলো সেটা এখন ৭১৯ টাকা করা হয়েছে ৮৪ দিন, দিনে ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি SMS
- আগে ১২৯৯ টাকা ছিলো সেটা এখন ১৫৫৯ টাকা করা হয়েছে ৮৪ দিন, মোট ২৪ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ৩৬০০টি SMS
- আগে ২৩৯৯ টাকা ছিলো সেটা এখন ২৮৭৯ টাকা করা হয়েছে ৮৪ দিন, দিনে ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি SMS
ডেটা অ্যাড-অন প্ল্যান আরও ব্যয়বহুল হয়ে গেল :-
- ৫১ টাকার প্ল্যান, এখন এটি ৬১ টাকার হয়ে গিয়েছে : ৬ জিবি ডেটা পাওয়া যাবে।
- – ১০১ টাকার প্ল্যান, এখন ১২১ টাকা হয়ে গিয়েছে : এতে ১২ জিবি ডেটা পাওয়া যাবে।
- – ২৫১ টাকার প্ল্যানটি এখন ৩০১ টাকা হয়ে গিয়েছে : এতে ৫০ জিবি ডেটা পাওয়া যাবে । ভ্যালিডিটি ৩০ দিন।