দিল্লিতে কৃষকদের সঙ্গে সংঘর্ষে আহত ৮৬ পুলিশকর্মী

0
Spread the love
  1. নিজস্ব প্রতিবেদন; টি নিউজ ওয়ার্ল্ড:-
  2. আন্দোলনরত কৃষকদের হামলায় ৮৬ জন পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে এমনটাই জানানো হয়েছে। সূত্রের খবর, আহতদের মধ্যে এক জনের অবস্থা সঙ্কটজনক।

মঙ্গলবার দিল্লির বুকে আন্দোলনকারী কৃষকরা ট্র্যাক্টর নিয়ে মিছিল করার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কৃষকরা ট্র্যাক্টর নিয়ে জোর করে এগোতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। অভিযোগ, পাল্টা কৃষকরাও মারমুখী হয়ে ওঠে। দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়।

বহু সরকারি সম্পত্তি নষ্ট করেন আন্দোলনকারীরা। পুলিশ জানিয়েছে, ৩০০টি ব্যারিকেড ভাঙেন আন্দোলনকারীরা। ১৭টি সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আটটি ডিটিসি-র বাসে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। পাণ্ডব নগর এবং সীমাপুরী এবং গাজিপুর থানায় মোট চারটি অভিযোগ দায়ের হয়েছে এ বিষয়ে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here