সেভ হিউম্যানিটি ব্লাড গ্ৰুপের উদ্যোগে ভ্রাম্যমাণ হোটেলের আয়োজন করা হয়েছিল জঙ্গীপুর মোহাম্মদপুরে।
ভ্রাম্যমাণ হোটেলের আয়োজনে মাংস ভাত ও বিভিন্ন রকম সবজি ছিল। সকলকেই এক প্যাকেট করে দামী বিস্কুট দেয়া হয়েছে।
মহম্মদপুরের দুঃস্থ অসহায়দের প্রায় ১৫০ জনকে খাওয়া দাওয়া করানো হয় এবং তার সাথে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
সেভ হিউম্যানিটি ব্লাড গ্ৰুপের ডিরেক্টর মুসলেহুদ্দীন মাযহারী মহাশয় বলেন, আমরা এমন মানবিক উদ্যোগ নিতে পেরে খুবই আনন্দ পেয়েছি।
আমরা চাই সর্বদাই মানুষের সেবায় নিয়োজিত থাকতে। তিনি সর্ব শ্রেনীর মানুষকে অসহায়দের পাশে দাঁড়ানো আহ্বান জানিয়েছেন।
এই সংস্থার সক্রিয় সদস্য রাজেশ শেখ এবং জাহাঙ্গীর সেখ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে পুরো কাজকে সম্পন্ন করেন।
এখানে উপস্থিত ছিলেন, জঙ্গীপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর জহিদুর রহমান এবং কো অর্ডিনেটর আবেদা সুলতানা মহাশয়া।
তাঁরা বলেছেন,সেভ হিউম্যানিটি ব্লাড গ্ৰুপের পাশে আমরা চিরদিন থাকবো।
এছাড়াও উপস্থিত ছিলেন জীবন সাহারা পত্রিকার সম্পাদক মাসিদুল সেখ সফিউল ইসলাম সহ সম্পাদক জীবন সাহারা পত্রিকা।
এছাড়াও মহম্মদ হোসেন, কাওসার আলী এবং মহম্মদপুর পশ্চিমপাড়ার সম্মানিত ইমাম তাজাম্মুল মহাশয়।
সেভ হিউম্যানিটি ব্লাড গ্ৰুপ রক্তদান থেকে শুরু করে সমাজকে সার্বিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অতুলনীয় ভুমিকা রেখেছে।
এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন এবং এমন ধরণের প্রশংশনীয় কাজের সাথে সব সময় থাকার আশ্বাস দিয়েছেন।