দলবদল জল্পনার মধ্যেই প্রার্থী পদ থেকে সরিয়ে দেওয়া হল সরলা মুর্মু কে

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা; টি নিউজ ওয়ার্ল্ডঃ   বিজেপি তে যোগ দানের জল্পনার জন্য প্রার্থী পদ থেকে সরিয়ে দিলেন সরলা মুর্মু কে। অসুস্থর কারণে মধ্যে দিয়েই সরিয়ে দিলেন হাবিবপুর বিধানসভা কেন্দ্রে সরলা মুর্মু কে। বদলে সেখানে প্রার্থী হচ্ছেন প্রদীপ বক্সী। আজ অর্থাৎ সোমবার সরলা মুর্মু বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল ; গোপন সূত্রে সংবাদ পেয়ে যায় দল। তাই তাকে বাদ দিয়ে অন্যজনকে প্রার্থী করেন তৃণমূল কংগ্রেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here