রোযা অবস্থায় রক্ত দান।

0
Spread the love

রোযা রেখে রক্ত দিয়ে মানবতার নজির স্থাপন করলেন।

জঙ্গীপুর মহকুমা হসপিটালে প্রসূতি রুগীর রক্তের প্রয়োজন হয়। রুগীর বাড়ি সূতি ২ এ। রক্তাল্পতার এমন খবর পেয়ে এই লক ডাউনেই ছুটে যান আবূ তাহের মহাশয়। কার্ড নিয়ে গিয়ে রক্ত মজুত না থাকায়, নিজেই রোযা অবস্থায় রক্ত দিয়ে মানবতার নজির গড়লেন এই বিশিষ্ট সমাজ দরদী ওয়েলফেয়ার পার্টির রাজ্য নেতা তথা জঙ্গীপুর গন ধর্না মঞ্চের আহ্বায়ক আবু তাহের আনসারী।
তাঁর রক্তের গ্রুপ এ পজিটিভ।
এই কাজে আরো যারা সহযোগী হিসেবে কাজ করছেন,সেভ হিউম্যানিটি ব্লাড গ্রুপের ডিরেক্টর মুসলেহুদ্দীন মাযহারী এবং তাঁর অনেক সক্রিয় সদস্য রাজেশ সেখ, আসিফ সেখ, মুস্তাফা আনসারী এবং ওয়েলফেয়ার পার্টির বিশিষ্ট সমাজসেবক মনিরুল ইসলাম মহাশয়।
এমন মানবিক কাজের অসংখ্য প্রশংসা করেছেন স্থানীয় জনগণ সহ বিভিন্ন মানবিক মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here