দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২০২ জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন

0
Spread the love

করোনাভাইরাস: বাংলাদেশে নমুনা পরীক্ষা ও শনাক্তে নতুন রেকর্ড, আক্রান্ত বিশ হাজার ছাড়ালো

বাংলাদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে যে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২০২ জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন, যা এ পর্যন্ত দিনের হিসেবে সর্বোচ্চ।

আর এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৫ জন, ফলে মোট মৃত্যুর সংখ্যা এখন ২৯৮।

নিহতদের মধ্যে পুরুষ সাত জন ও মহিলা আটজন।

অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা এখন ২০ হাজার ৬৫।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।

গত ২৪ ঘন্টায় ২৭৯ জন সুস্থ হয়েছে এবং এ নিয়ে মোট সুস্থ হলেন ৩ হাজার ৮৮২ জন।

গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৮২ টি নমুনা পরীক্ষা করে রোগী শনাক্তের এসব ফলাফল পাওয়া যায় বলে জানিয়েছেন অধ্যাপক নাসিমা সুলতানা।

বাংলাদেশে এখন পর্যন্ত ৪১টি প্রতিষ্ঠানে কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দিনে ১০,০০০ নমুনা পরীক্ষার টার্গেট করা হলেও তা এখনও বাস্তবায়ন করা যায়নি।

কর্মকর্তারা বলেছেন, নমুনা সংগ্রহ থেকে শুরু করে লোকবলের সমস্যার কারণে পরীক্ষার সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে বিলম্ব হচ্ছে।

বিশেষজ্ঞদের অনেকে বলেছেন, বাংলাদেশে এই পরীক্ষা শুরুর পর দুই মাসেও এর সংখ্যা বাড়াতে না পারলে সংক্রমণের সঠিক পরিস্থিতি বোঝা যাবে না।

বাংলাদেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্তের কথা জানানো হয় ৮ই মার্চ। তবে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর কথা ঘোষণা করা হয় ১৮ই মার্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here