আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা মহেন্দ্র সিং ধোনির।

0
Spread the love

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন মাহিন্দ্র সিং ধোনি অবসর ঘোষণা করলেন শনিবার। সৌরভ গাঙ্গুলীর হাত ধরে 2004 সালে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে উত্থান ঘটে মাহিন্দ্র সিং ধোনির। 2007 থেকে 2016 সাল পর্যন্ত তিনি 50 ওভারের ম্যাচে ভারতীয় ক্রিকেট টিমের হয়ে নেতৃত্ব দেন। 2008 থেকে 2016 সাল পর্যন্ত টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেনশিপ করেন। 1981 সালের 7 জুলাই বিহারের বর্তমান ঝাড়খন্ডে রাঁচিতে তিনি জন্মগ্রহণ করেন । তিনি ডানহাতি ব্যাটসম্যান ছিলেন। জীবনের প্রথম দিকে তিনি রেলের গ্রুপ সি পোস্টে টিকিট চেকিং এর কাজ করতেন ইস্টার্ন রেলওয়ে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার খড়গপুর স্টেশনে। শাকসি কে বিয়ে করে তার ক্রিকেট জীবন আরো সুন্দর হয়। তার জীবনের বায়োপিক টি 2016 সালে সুশান্ত সিং রাজপুত অভিনয়ের মাধ্যমে সুন্দর ভাবে সিনেমার পর্দায় তুলে ধরেন। (M.S Dhoni The untold story) রেলের টিকিট চেকিংএর চাকরির পাশাপাশি তিনি খেলাধুলাটাও চালিয়ে যেতেন তারপরই আন্তর্জাতিক ক্রিকেটারদের চোখে পড়ে তাকে, তার সুন্দর খেলাধুলা ও ভালো রান সংগ্রহ তার ক্রিকেটের ক্যারিয়ার জীবনকে বদলে দেয়। তার ছয় মারার স্টাইল দর্শকদের কে খুবই আকৃষ্ট করতো।পাকিস্তানের বিরুদ্ধে 148 রানের ঝড়ো ইনিংস খেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে। তারপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে অভিষেক জয়যাত্রা শুরু হয় তার 2007 সালে আই সিসি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয় করা থেকে শুরু করে 2010 ও 2016 তে এশিয়া কাপ জয় 2011 সালে 50 ওভারের ওয়ানডে ম্যাচ আইসিসি ওয়ার্ল্ড কাপ জয়, তার হাত ধরেঈ আসে। 2013 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর 183 রানের রেকর্ড করেন শ্রীলংকার বিরুদ্ধে বিশাখাপত্তনামে। 10 হাজারের উপরে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে রান সংগ্রহ। টেস্টে সাড়ে চার হাজারের উপরে রান তার আন্তর্জাতিক বিশ্বমানের ক্রিকেটকে প্রশংসার দাবি রাখে। আন্তর্জাতিক ম্যাচে তার ব্যক্তিগত রান সংখ্যা 17386 wicket-keeping করে তার ক্যাচ সংখ্যা 444। ভালো উইকেটকিপিং করে তিনি বিশ্বের এক নম্বর উইকেট কিপার হিসাবে প্রশংসা কুড়িয়েছিলেন বর্তমানে তার রেঙ্ক- 3। এই মহান খেলোয়াড়ের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা সমস্ত ক্রিকেটপ্রেমী খেলাধুলা অনুরাগী মানুষের মনে অনেক আবেগ ও স্মৃতির উন্মোচন ঘটিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here