সমস্ত কেন্দ্রীয় সরকারি চাকরির নিয়োগ কমন এলিজিবিলিটি টেস্ট (CET) এর মাধ্যমে।

0
Spread the love

নিজস্ব প্রতিনিধি: কমন এলিজিবিলিটি টেস্ট, অনলাইন প্রক্রিয়াকরণ মাধ্যমে এবার থেকে কেন্দ্রীয় অধীনস্থ ব্যাংক , রেল, পুলিশ,কেন্দ্রীয় সরকারি মন্ত্রক, অথবা প্রশাসনিক পদে, এই জাতীয় সমস্ত চাকরির জন্য কর্মী প্রার্থী নিয়োগ হবে, এই একটিমাত্র পরীক্ষার মাধ্যমে। ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি (NRA) তারাই নেবেন এই কোমন এলিজিবিলিটি টেস্ট।অনলাইনের এই কমন এলিজিবিলিটি টেস্ট এর মাধ্যমেই প্রার্থী নিয়োগ হবে। বর্তমানে কেন্দ্রীয় সরকার অধীনস্ত 20 রকমের নিয়োগ সংস্থা রয়েছে সবগুলিকে একটি ছাতার তলায় এনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই কমোন এলিজিবিলিটি টেস্ট নিয়ম পাস হয়েছে। যেটি বর্তমানে নানা বিধ পরীক্ষার এই জটিলতা থেকে মুক্তি দেবে শিক্ষিত যুবক যুবতীদের ,তাদের অর্থ ,সময়, এবং মানসিক উদ্বেগ,কমাতে বিশেষ কার্যকর হবে এই নতুন ব্যবস্থা আশা করা হচ্ছে। এটি একটি কেন্দ্রীয় সরকারের খুবই কার্যকরী পদক্ষেপ বলে অনেকেই মনে করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here