নিজস্ব সংবাদদাতা: আবারও সেভ হিউম্যানিটি ব্লাড গ্রুপ নজির স্থাপন করল। সেভ হিউম্যানিটি ব্লাড গ্রুপের ডিরেক্টর মুসলেহুদ্দীন মাযহারী সাহেবের আহ্বানে জঙ্গীপুর হাসপাতালে ভর্তি থাকা এক প্রসূতি মায়ের জন্য রক্ত দিলেন জঙ্গীপুর, মহম্মদপুরের এনজামুল সেখ। রুগীর নাম রেবিনা খাতুন।
রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আনওয়ারুল হক ফায়যী সাহেব এবং উপস্থিত ছিলেন জীবন সাহারা নিউজের সাংবাদিক রাজেশ সেখ।
আনওয়ারুল হক ফায়যী সাহেব বলেন, রক্ত দিয়ে সাহায্য করা মানে রুগীর জীবন বাঁচাতে সহায়তা করা। এর অর্থ হচ্ছে একজনের জীবন বাঁচানো মানে সমগ্র মানব জাতির জীবন বাঁচানো, আর এটা ইসলাাের শিক্ষ।