টিনিউজ ওয়ার্ল্ড নিজস্ব প্রতিনিধি :- শিক্ষা হলো সকলের অধিকার ।তবেে বিশেষ করে তৃতীয় লিঙ্গের মানুষেরা তারা তাদের অধিকার পাইনা ।তৃতীয় লিঙ্গের মানুষদের শিক্ষা অর্জনের লক্ষ্যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান খুলে নজির গড়লো বাংলাদেশ।
তৃতীয় লিঙ্গের (বৃহন্নলা) মানুষদের জন্য প্রথম শিক্ষা প্রতিষ্ঠান ‘দাওয়াতুল কুরআন’ চালু হচ্ছে শুক্রবার। রাজধানী ঢাকার কামরাঙ্গীর চরের লোহার ব্রিজ এলাকায় নির্মিত এই মাদরাসাটির নাম রাখা হয়েছে ‘দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদরাসা।’
সমাজসেবা অধিদপ্তরের জরিপে প্রকাশ, বাংলাদেশে বৃহন্নলা দের সংখ্যা প্রায় ১০ হাজার। তবে বেসরকারি সংস্থাগুলোর মতে এই সংখ্যা ৫০ হাজারের বেশি।
আয়োজকরা বলছেন—হিজড়া, বৃহন্নলা, কিন্নরী বা তৃতীয় লিঙ্গ- যে নামেই ডাকা হোক না কেন, বাংলাদেশের পরিবার ও সমাজে এরা নানাভাবে অবহেলিত, অনাকাঙ্ক্ষিত এবং অবাঞ্ছিত। তাই এই জনগোষ্ঠীকে স্বাভাবিক জীবনে ফেরানোর লক্ষ্যে এই মাদরাসা প্রতিষ্ঠা করা হয়েছে।