টি নিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতাঃ ভাগবত গীতা ‘জনস্বার্থে’ স্কুলপাঠ্যে অন্তর্ভুক্তির আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। পিটিশনার ব্রহ্ম শঙ্কর শাস্ত্রীর আবেদন করে জানান, ‘সমাজের সাগ্রিক স্বার্থ বিচার করে’ সব পড়ুয়াদের স্কুলপাঠ্যেয়র অংশ হিসাবে গীতা পড়ানো হোক। কিন্তু এই আবেদন মানতে নারাজ এলাহাবাদ হাইকোর্ট।
বিচারপতি পঙ্কজ মিথাল ও সৌরভ লাভানিয়ার জানিয়েছেন, যে রিট পিটিশন দেওয়া হয়েছে, তা পুরোপুরি অস্পষ্ট, ভ্রান্ত ধারণায় পরিপূর্ণ। যার কারনে আবেদন খারিজ করা হয়েছে। পাশাপাশি তাঁরা বেঞ্চ আবেদনকারীকে উত্তরপ্রদেশ শিক্ষা পর্ষদের দ্বারস্থ হতে বলা হয়েছে।
পাশাপাশি তাঁরা বলেছেন, ভাগবত গীতাকে যদি পিটিশনার ইন্টারমিডিয়েটের সিলেবাসের একটি বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করার পক্ষে হন, তাহলে তিনি উত্তরপ্রদেশের হাইস্কুল ও ইন্টারমিডিয়েট এডুকেশন বোর্ড অথবা অন্য কোনও সংশ্লিষ্ট বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নিকটু আবেদন জানাতে পারেন। তবুও এই ভিত্তিহীন আবেদন গ্রহন করা হবে না বলে সাফ জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট।