১ লা জুন হতে পশ্চিমবাংলায় খুলছে মন্দির; মসজিদ;গির্জা ও গুরুদোয়ার। আজ নবান্নে সাংবাদিকদের একথা জানান পশ্চিমবাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। তিনি বলেন; “ট্রেনে গাদাগাদি করে যদি এত লোক আসতে পারে; তাহলে মন্দির; মসজিদ; গির্জা; গুরুদোয়ার কি দোষ করলো? তবে এক্ষেত্রে মানতে হবে কিছু বিধিনিষে। যেমন কোন ধর্মস্থানে একসঙ্গে ১০ জনার বেশি প্রবেশ করতে পারবে না। প্রত্যেককেই মাক্স পরতে হবে। মন্দির মসজিদের মধ্যে স্যানিটাইজেশন ব্যবস্থা থাকতে হবে। তবে তিনি একথাও জানিয়ে দেন যে; ধর্মস্থানে কোন ধরনের জমায়েত করা যাবে না।