মিথ্যা মামলায় মুক্তি পাওয়ার পর যোগী সরকারকে নিশানা পিস পার্টির সভাপতি ডাঃ আয়ুবের

0
Spread the love

টি নিউজ ওয়ার্ল্ড: বিরোধী কন্ঠকে দমিয়ে দেওয়ার জন্য বিজেপি সরকার বিরোধী দলের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ প্রায় শোনা যায় ।গত আগস্ট মাসে এক উর্দু পত্রিকায় একটি বিজ্ঞাপনে ধর্মীয় ভাবাবেগকে আঘাত হানার অভিযোগে গ্রেফতার করে এনএসএ লাগিয়ে জেলে পাঠানো হয় পিস পার্টির সভাপতি ডাঃ আয়ুব সাহেবকে ।
শনিবার লখনউ আদালতে রায়ে মুক্তি পেয়ে ডাঃ আয়ুব সাংবাদিক সম্মেলনে যোগী সরকারকে নিশানা করেন ।
তিনি বলেন বিজেপি সরকার জনগণকে ধর্ম ,জাতির নামে প্রতারিত করছে ও সাম্প্রদায়িকতার নামে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে ।
তিনি আরও বলেন জনগণকে ভয় দেখিয়ে বিরোধী শক্তিকে দমানোর চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার ।কংগ্রেসের আমলে এমার্জেন্সির সময়ে যেটা করা হয়েছিল ঠিক তেমনই করছে বর্তমান বিজেপি সরকার ।তিনি এটাও বলেন যে সংবিধান বাঁচাতে ও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠায় যেকোন ধরনের লড়াই করতে প্রস্তুত পিস পার্টি ।সরকার গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করার চেষ্টা করছে বলে উল্লেখ করেন । ন্যায় বিচার করা পাওয়াই আদালতের রায়কে স্বাগত জানান তিনি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here