সবুজাঙ্গন অনুষ্ঠানের মধ্য দিয়ে ফ্রেন্ডস অফ এনভাইরনমেন্ট অরণ্য সপ্তাহ উদযাপন করল গ্রামে গ্রামে

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা: ১৩ আগষ্ট ২০২০, আরামবাগ, হুগলী

বর্তমান ব্যাস্ততাময় জীবন ও নগরায়নের রেশারেশীতে বুক ভরে বিশুদ্ধ বাতাস নেওয়া প্রতিনিয়ত দুষ্করপন্থী “সুস্থ পরিবেশ” বজায় রাখা – এটি একটি সামাজিক কর্তব্য, আমরা হয়ত এখনও পর্যন্ত সম্পূর্ন ভুলে যায়নি।এই পরিপ্রেক্ষিতে বলতে গেলে, সমাজের কিয়দাংশ পরিবেশ বন্ধু জনগোষ্ঠী হাল ধরে চলেছেন স্বেচ্ছাসেবী ভাবধারায়। তাদের বিশ্বাস সাধারণ মানুষকে দৈনন্দিন জীবনে গাছের ভূমিকা সম্পর্কে অবগত করে চলতে পারলে শুধু মাত্র বৃক্ষ রোপন বৃদ্ধি পাবে তাই নয়, বায়ুমণ্ডলে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখা সম্ভবপর হবে।
গতকাল বিকাল ৩ ঘটিকায় হুগলী জেলার গোঘাট থানার অন্তর্গত গৌরাঙ্গবাটী ও বাজুয়া গ্রামে প্রায় দুই শত উন্নতমানের চারাগাছ বিতরণ ও রোপন অনুষ্ঠান পালন করল “হরিহরপুর ফ্রেন্ডস অব এনভাইরণমেন্ট” নামক পরিবেশপ্রেমী ও সমাজসেবী সংগঠন। উক্ত অনুষ্ঠানে দুই গ্রামের প্রায় শতাধিক বাসিন্দা অংশগ্রহণ করেন, যথাযত সামাজিক দূরত্ব বজায় রেখেই। প্রশ্নোত্তরে সংস্থার পক্ষ থেকে সুরজিৎ কর্মকার (ভারপ্রাপ্ত সহ-সম্পাদক) এবং অমিত কুমার পাল (গর্ভনিং বডি মেম্বার) অবগত করেন তারা প্রতি ব‍ৎসরের ন্যায় এই বৎসর ও বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণের এর মধ্য দিয়ে অরণ্য সপ্তাহ পালন করলেন এই দুই গ্ৰামে। সর্বপ্রথমে সাধারণ মানুষদের দৈনন্দিন জীবনে বৃক্ষরোপণ এর উপযোগীতা সম্পর্কে অবগত করা হয় এবং সম্প্রতি করোনা ভাইরাসের অতিমারির প্রকোপ থেকে নিজেদের সচেতন হওয়ার কথা বলা হয়। এরপর তারা স্থানীয় গ্ৰামবাসীদের সহযোগিতায় শতাধিক বৃক্ষরোপণ করেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই বৎসর নিয়ে পরপর মোট চার বৎসর বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে আসছে ‘ফ্রেন্ডস অফ এনভাইরনমেন্ট’ হুগলি, বর্ধমান ও বীরভূমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here