নিজস্ব সংবাদদাতা :- গত শনিবার বিকালে উত্তর ২৪পরগনা জেলার দেগঙ্গা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাসিলিয়া এফ.পি স্কুলে বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন বসিরহাটের সাংসদ নুসরাত জাহান রুহি। মূলত আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য এলাকার মানুষের সুস্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে এই প্রকল্পের শুভ সূচনা করা হয়। এমনিতেই দেগঙ্গায় আর্সেনিকের পরিমাণ অনেকটাই বেশি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত জুলাই মাসেই “জলস্বপ্ন”প্রকল্প শিলান্যাস করেছিলেন নবান্ন থেকে। আগামী পাঁচ বছরে দু’কোটি গ্রাম বাংলার সাধারণ মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন। সেই “জলস্বপ্ন” প্রকল্পের একটি স্থানীয় শাখার বাস্তবিক রূপ দেওয়ার জন্য বসিরহাটের সাংসদ নুসরাত জাহান আসেন দেগঙ্গা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে। যদিও উৎসবের উপচে পড়া ভিড়ে সামাজিক দূরত্ব বিঘ্নিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাড়োয়ার বিধায়ক হাজী নুরুল ইসলাম, জেলা পরিষদের সদস্যা ঊষা রানী দাস,পঞ্চায়েত প্রধান বাবুল পারুই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।