নিজস্ব সংবাদদাতা :- মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গত ১৩ই আগস্ট ঘোষণা দিয়েছেন এ বছর করোনা মহামারীর প্রকোপের জন্য আর্থিক অনটনে থাকা মানুষের দুরবস্থা বিবেচনা করে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তর, সিদ্ধান্ত নিয়েছেন এই বছরে কলেজ গুলোতে উচ্চশিক্ষায় স্নাতক স্তরে পড়াশুনা করার জন্য কলেজ গুলি ভর্তির ফি বাবদ কোন অর্থ নিতে পারবেনা। অনলাইন ভর্তি প্রক্রিয়াকরণ বা কলেজ গুলি থেকে প্রসপেক্টাস বা ফর্ম দেয়ার জন্য কোন অর্থ নিতে পারবে না ছাত্র ছাত্রীদের কাছ থেকে।আর এই নতুন নির্দেশিকা রাজ্যের সমস্ত কলেজগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে উচ্চশিক্ষা দপ্তর থেকে।