ওয়েব ডেস্ক, রিয়াধ :- ভারত ও আমেরিকার সঙ্গে চীনের অর্থনৈতিক ও সামরিক বিবাদের মধ্যেই চীন আরোও একবার বড় ধাক্কা খেলো। এবার তারা ধাক্কা খেলো সৌদি আরবের তরফ থেকে। জানা যাচ্ছে সৌদি আরব খুব সম্প্রতি চীনের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের একটি বিরাট চুক্তি বাতিল করেছে।
চীনের উইঘুর প্রদেশে সংখ্যালঘু মুসলিমদের উপর অকথ্য অত্যাচার, ধর্ম পালনে বাধা ও ধর্ম পরিবর্তনে বাধ্য করা -এইসব নিয়ে চীন বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে ছিল।সুতরাং চীনকে একরকম শিক্ষা দেওয়ার জন্য সৌদি আরব চীনের সঙ্গে এই বিপুল পরিমান চুক্তি ভঙ্গ করেছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। যদিও সৌদি আরবের তরফ থেকে মহামারী করোনাকে এই চুক্তি ভঙ্গের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে সরকারিভাবে চীন এখন পর্যন্ত এই চুক্তি ভঙ্গের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।