বাবরী মসজিদ ধ্বংসকারীদের বেকসুর খালাস! এটা কি ন্যায় বিচারের সাথে প্রহসন নয়?
ভারতের উত্তর প্রদেশের, ফৈজাবাদ জেলার অযোধ্যা শহরের রামকোট হিলের উপর অবস্থিত একটি প্রাচীন মসজিদ ছিল। বিশ্বাস করা হয়, এ বাবরি মসজিদ যে স্থানে অবস্থিত ছিল সেটাই ছিল হিন্দু ধর্মের অবতার রামের জন্মস্থান। এই বিষয়টি নিয়ে আঠারো শতক থেকেই হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিতর্ক চলে আসছে, যা অযোধ্যা বিবাদ নামে পরিচিত। মসজিদের অভিলিখন থেকে জানা যায়, মুঘল সম্রাট বাবরের আদেশে সেনাপতি মীর বাকী ১৫২৮–২৯ (৯৩৫ হিজরি বর্ষে) এ মসজিদ নির্মাণ করেছিলেন। ১৯৯২ সালে কর সেবক দ্বারা এই মসজিদ আক্রমণ করা হয় এবং গুড়িয়ে দেওয়া হয়।
এই মসজিদটি ধ্বংস কার্যে জড়িত আদবানি,যোশী এবং স্বাধ্বী প্রজ্ঞাসহ ৩২ জনকে ২৮ বছর পর বেকসুর বলে রায় ঘোষণা করে সি বি আই আদালত!
দোষীরা যেখানে বুক ফুলিয়ে বলছে আমরাই বাবরী মসজিদ ভেঙ্গেছি সেখানে আদালত বলছে নির্দোষ! এটা কি বিচারের নামে প্রহসন নয়? ক্ষমতায় যারা সমাসীন তাদেরই কথায় তবে রায় হবে? আদালত কি তবে বিক্রি হয়ে গেছে? এই জন্যই অনেকেই বলছেন যে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে।