পাকিস্তানের হয়ে চরবৃত্তি করতে ধরা খেল এটি এসের কাছে।আই এস আই ( ইন্টার সার্ভিসেজ ইন্টেলিজেন্টস্ )কে দেশের তথ্য পাচার করতো।

0
Spread the love

পাকিস্তানের হয়ে চরবৃত্তি করতে ধরা খেল এটি এসের কাছে।আই এস আই ( ইন্টার সার্ভিসেজ ইন্টেলিজেন্টস্ )কে দেশের তথ্য পাচার করতো।

পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর জন্য জাসূসী তথ্য পাচার করার অপরাধে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মহারাষ্ট্র এটি এস নাসিকে অবস্থিত হিন্দুস্তান এরোনাটিক্স লিমিটেড (HAL) এর এক কর্মচারীকে গ্রেফতার করেছে। ওই কর্মচারী অভিযুক্তর নাম দীপক সিরসাথ (Deepak Shirsath)।
এটি এস (অ্যান্টি টেররিস্ট স্কোয়াড) বলেছেন,এই ব্যক্তি পাকিস্তানের গুপ্তচর আই এস আই এর এজেন্ট ছিল।তার উপর ১৯২৩ এর ৩,৪ এবং ৫ এর ধারা অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৩টি মোবাইল,৫টি সিম কার্ড এবং ২ টি মেমরি কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।যার তথ্য সুত্র জানতে ফরেন্সিক সাইন্স লেবরেটরিতে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে দশ দিনের পুলিশি হিফাযতে পাঠানো হয়েছে। সেই ব্যক্তি ভারতের যুদ্ধ বিমান সম্পর্কে তথ্য পাচার করছিল।এটি এসের পক্ষ থেকে আরো জানানো হয়েছে এই ব্যক্তি ভারতের আরো অনেক তথ্য পাচার করছিল।
সংগৃহীত:- JJP News Hindi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here