করোনা জয়ী পুলিশ

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:-

মুর্শিদাবাদ পুলিশ অফিস এবং পুলিশ লাইনের একজন সাব-ইন্সপেক্টর, দুজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, একজন মহিলা অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, সাতজন কনস্টেবল, দুজন মহিলা কনস্টেবল, দুজন এন.ভি.এফ., দুজন হোমগার্ড, একজন সিভিক ভলেন্টিয়ার, একজন গ্রুপ-ডি মোট ১৯ জন, যারা কিছুদিন পূর্বে করোনায় আক্রান্ত হয়েছিলেন।

আজ তাঁরা করোনাকে পরাজিত করে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে নিজ কর্মক্ষেত্রে যোগদান করার প্রাক্কালে গত ইং ১৭ই অক্টোবর মুর্শিদাবাদ পুলিশের ওয়েলফেয়ার বোর্ড ও স্পোর্টস সোসাইটির পক্ষ থেকে অতিরিক্ত আরক্ষাধক্ষ্য (সদর), শ্রী অনীশ সরকার, শেখ সামসুদ্দিন, উপ-আরক্ষাধক্ষ্য (ডি এন্ড্ টি) করোনা জয়ীদের পুস্পস্তবক প্রদান করে বরণ করে নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here