নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:-
মুর্শিদাবাদে “আলকায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার, মিথ্যা মামলা, মিথ্যা প্রচার ও বাস্তবতা” তথ্য সম্বলিত তথ্যানুসন্ধান রিপোর্ট আজ কলকাতা প্রেস ক্লাবের সামনে; প্রকাশ করেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, বাসুদেব বসু(সহ-সভাপতি, বন্দীমুক্তি কমিটি) ছোটন দাস(সাধারণ সম্পাদক, বন্দীমুক্তি কমিটি, মোঃ আব্দুস সামাদ( রাজ্য কনভেনর, APCR) ও তথ্যানুসন্ধানকারী দলের সদস্যরা।
এন আই এ একেরপর এক নির্দোষ মুসলিম যুবকদের গ্ৰেফতার করে।কিন্তু দুঃখজনক হলেও সত্য দীর্ঘ কয়েক বছর জেলের ঘানি ও অসহ্য নির্যাতন উপভোগ করে আদালত থেকে নির্দোষ প্রমাণিত হয় এবং তাদের মুক্তি দেওয়া হয়।
যদিও নির্লজ্জ মিডিয়া তখন তার নির্দোষের খবরটি প্রকাশ করে না।
তাই বন্দি মুক্তির কমিটির ছোটন দাস স্যার সহ তাঁর টীম মুর্শিদাবাদের ধৃত যুবকরা নির্দোষ প্রমাণ করে মুক্তির দাবিতে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন।