নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড :- লোকালট্রেন চালুর দাবিতে হুগলীর বৈদ্যবাটি স্টেশনে আন্দোলন
করোনা ভাইরাসের কারণে প্রায় সব কিছুই স্তব্ধ হয়ে গেছে।
গোটা পৃথিবী অচল হয়ে গিয়েছিল। বিমান, ট্রেন ও বাস সব কিছুই বন্ধ ছিল। তবে এখন কিছু কিছু যানবাহন চলাচল হলেও ট্রেন চলছে না। ফলে মধ্যবিত্ত ব্যবসায়ীদের সার্বিক সমস্যা হচ্ছে।
তাঁদের সংসারে নেমে এসেছে অভাব অনটন। তাঁরা সংসার চালাতে হিমসিম খাচ্ছে।
প্রায় এক বছর হতে চললো ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবই বন্ধ। কর্ম ক্ষেত্র বন্ধ। যদিও কিছুদিন থেকে চালু হয়েছে কিছু কিছু কর্ম ক্ষেত্র। কিন্তু তাদেরকে বেশি ভাড়া দিয়ে দীর্ঘ পথ দিয়ে অফিসে এবং কর্মক্ষেত্রে যেতে হচ্ছে।
তাই বীরভূমের বৈদ্যবাটি স্টেশনে লোকাল ট্রেন চালুর দাবিতে জনসমাগম ঘটে।
তাঁদের দাবি খুব দ্রুত ট্রেন চালু করতে হবে নচেৎ সমস্যায় ভুগছেন নিত্যযাত্রীরা।