টি নিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদতাঃ সন্ত্রাসবাদ কখনও ধর্ম হতে পারেনা এবং সন্ত্রাসবাদের কোন ধর্মও হয়না। শনিবার এক ভার্চুয়াল সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এমনই মন্তব্য করেন ভারতের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ মানেই বিপদ, এদের কোন ধর্ম হয় না। আর কোন ধর্ম সন্ত্রাসবাদের কথা প্রচারও করে না। এক শ্রেনীর মানুষ এটার ভুল ব্যাখ্যা করেন। পৃথিবীর কোন দেশই সন্ত্রাসবাদের নজর থেকে নিরাপদ নয়।
সন্ত্রাসের বিরুদ্ধে আন্তর্জাতিক সংগঠনগুলির কড়া ব্যবস্থা নেওয়া জন্য একত্রিত হওয়া খুবই প্রয়োজন। আর যে দেশ সন্ত্রাসের কাজে সাহায্য করে তাদের শুধু আলাদা করলেই চলবে না, উপযুক্ত শাস্তিও দিতে হবে। বর্তমানে এটাই সবচেয়ে বেশি প্রয়োজনীয়।