টি নিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদতাঃ সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করলে সাজা হবে পাঁচ বছরের জেল অথবা দশ হাজার টাকা জরিমানা। অথবা দুটোই হতে পারে। এই সংশোধনী নিয়ে তুমুল বিরোধীতার মুখে কেরল সরকার। আর তার মধ্যেই আইনের সংশোধনী অর্ডিন্যান্সে স্বাক্ষর করলেন রাজ্যপাল আরিফ মহম্মদ (Arif Mohammad)।
এমন সংশোধনীতে চরম প্রশ্নের মুখে কেরল সরকার। বিরোধীদের অভিযোগ, এই আইনের ফলে মানুষের বাক্ স্বাধীনতায় বাধা দেওয়ার পাশাপাশি সংবাদমাধ্যের স্বাধীনতাও বিপন্ন হবে।
মহিলা ও শিশুদের বিরুদ্ধে বাড়তে থাকা সাইবার অপরাধ রুখতেই এই সংশোধন নিয়ে আসা বলে দাবি করেন মূখ্যমন্ত্রী পিনারায় বিজয় (Pinarayi Vijayan)। ইতিমধ্যেই পি চিদম্বরম ট্যুইট করে জানিয়েছে, ‘নয়া সংশোধনী তাঁকে স্তম্ভিত করে দিয়েছে’। সমস্ত বাধা ও অভিযোগ উড়িয়ে দিয়ে কেরল সরকারের এই সংশোধনী পাশ।
দিনপিছু দান ২২ কোটি টাকা ! ২০২০ সালে সমাজসেবী ভারতীয়দের শীর্ষে আজিম প্রেমজি