ডিওয়াইএফআই দৌলতাবাদ লোকাল কমিটির উদ্যোগে ঘোষপাড়ায় রক্তদান শিবির

0
Spread the love

টিনিউজ ওয়ার্ল্ড,নিজস্ব সংবাদদাতা :- করোনা আবহে রক্তের জোগানের কথা মাথায় রেখে রক্তদান শিবিরের আয়োজন করলো ডিওয়াইএফআই ।সোমবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই) দৌলতাবাদ লোকাল কমিটির উদ্যোগে কলাডাঙ্গা ঘোষপাড়া মোড়ে কমরেড শহীদ কার্তিক ঘোষ, রেজুয়ান হোসেন, রমজান আলী এবং মহরম আলীর স্মরণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে ৭৬ জন রক্ত দান করেন।

দৌলতাবাদ লোকাল কমিটির সম্পাদক নাজমুল হক বলেন ,এই বছরের ফেব্রুয়ারি মাসে সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল ।কোভিড ১৯ ফলে রক্তের চাহিদার জন্য আবারও রক্তদান শিবিরের আয়োজন বলে জানান । স্বতঃস্ফূর্ত ভাবে এই দিনের রক্তদান শিবিরে ৬ জন মহিলা সহ ৭৬ জন রক্ত দান করেন বলে জানান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here