টিনিউজ ওয়ার্ল্ডড, নিজস্ব সংবাদদাতা :- ন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক মানবাধিকার দিবস।
এই অনুষ্ঠানটি সাজুর মোড় ইডেন পার্কে অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মুর্শিদাবাদ প্রেসিডেন্ট মোসারফ হোসেন মহাশয় বলেন, মানবতার সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে আমরা কাজ করে চলেছি।এই সংগঠনের মুর্শিদাবাদ জেলার ইয়ুথ প্রেসিডেন্ট বাসীরুল ইসলাম মহাশয় বলেন, আমরা মানুষের জন্য সমস্ত রকম কাজ করবো।
এক্জুইকিইটিভ আবুল হাসনাত কামলী বলেন,মানব সেবায় প্রকৃত সেবা।ন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মুর্শিদাবাদ জেলার চীফ রিপোর্টিং অফিসার মহঃ মুসলেহুদ্দীন বলেন, আমরা মানুষের জন্য, মানুষের পাশে, মানুষের সাথে সর্বদাই থাকবো।
তিনি আরো বলেন,জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ইশ্বর।এছাড়াও অনেক সদস্যকে আই কার্ড, সার্টিফিকেট এবং অ্যাপোন্টমেন্ট লেটার প্রদান করা হয়।