ইটাহার ব্লকের জয়হাট অঞ্চলে দুয়ারে সরকার কর্মসূচী হলো শুক্রবার। উপচে পড়লো সাধারণ মানুষের ভিড়!!

0
Spread the love

টি নিউজ ওয়ার্ল্ড নিজস্ব সংবাদদাতা ইটাহার:- উঃ দিনাজপুরের জয়হাট গ্ৰাম পঞ্চায়েতের অধিনে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়।বাশবাড়ি প্রাইমারি স্কুলে। এই দুয়ারে সরকার কর্মসূচীতে সাধারণ মানুষের ঢল নামে গত ১১.১২.২০ তারিখ শুক্রবার।

 

দুয়ারে সরকার কর্মসূচিতে উপস্থিত ছিলেন উঃ দিনাজপুর জেলার ইটাহার বিধানসভার বিধায়ক মাননীয় অমল আচার্যো মহাশয় ও জয়হাট অঞ্চল সভাপতি তথা উঃ দিনাজপুর জেলার কর্মাধ্যক্ষ ও District co Ordinator মোশাররফ হোসেন মহাশয় এবং জয়হাট অঞ্চল এর সমস্ত তৃণমূল কর্মীরা।

 

এই কর্মসূচিতে মোশাররফ হোসেন বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুয়ারে সরকার প্রকল্প উদ্ধোধন করেছিলেন আজ এই ইটাহারের জয়হাট অঞ্চল এ দুয়ারে সরকার কর্মসূচি চলছে ও গোটা উঃ দিনাজপুর জেলা জুড়ে চলছে এই কর্মসূচি।

 

আরোও জানান মোশাররফ হোসেন এই কর্মসূচিতে মানুষের ঢল নেমেছে আরও বলেন এই বাশবাড়িতে দুয়ারে সরকার কর্মসূচিতে সাধারণ মানুষ দলে দলে এসে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী কার্ড ও আরও অনন্যা পরিষেবা পেয়ে খুশি জয়হাট গ্ৰাম পঞ্চায়েতের জন সাধারণ মানুষ বলে জানিয়েছেন মোশাররফ হোসেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here