কংগ্রেস নেতা মোতিলাল বোহরার জীবনাবসান

0
Spread the love

টিনিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতা :-জাতীয় কংগ্রেসের প্রবীণ নেতা মোতিলাল বোহরার জীবনাবাসন হল আজ ২১ শে ডিসেম্বর দিল্লীর ফোর্টিস হাসপাতালে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৩ বছর। ইতিপূর্বে তিনি দুই বার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০০০ সাল হতে ২০১৮ পর্যন্ত মধ্যপ্রদেশ কংগ্রেসের কোষাধ্যক্ষও ছিলেন। তিনি গতকালই তার ৯৩-তম জনৃমদিন পালন করেছিলেন।  রাহুল গান্ধী এবিষয়ে টুইট করে লেখেন যে; মোতিলাল বোহরা একজন সদজন ও একনিষ্ঠ কংগ্রেস কর্মী ছিলেন। ১৩ ফেব্রুয়ারী ১৯৮৫ তে বোহরা  মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন এবং ১৪ ফেব্রুয়ারী  ১৯৮৮ তে মুখ্যমন্ত্রীর পদ হতে ইস্তফা  দিয়ে তিনি কেন্দ্রের স্বাস্থ্য  ও পরিবার কল্যাণ এবং নাগরিক উন্নয়ন মন্ত্রালয়ের দায়িত্ব নেন।  এপ্রিল ১৯৮৮ তে তিনি  মধ্যপ্রারদপশ হতে রাজ্যসভার সাংসদ হিসাবে  নির্বাচিত হয়েছিলেন।  ২৬ মে ১৯৯৩ হতে  ৩ মে ১৯৯৬ পর্যন্ত তিনি উত্তর প্রদেশের রাজ্যপাল ছিলেন। ২০ ডিসেম্বর ১৯২৮ সালে তার জন্ম হয়েছিল এবং ২১ ডিসেম্বর ২০২০ আজ তিনি মৃত্যু বরণ করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here