নিজস্ব সংবাদ দাতা ; টি নিউজ ওয়ার্ল্ড :-ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় করোনা ভ্যাকসিন পৌঁছে গিয়েছে। তার সাথে সাথে ব্যাঙ্গালোরের নামিদামি হসপিটালে করোনা ভ্যাকসিন নিতে শুরু করেছেন হাসপাতালের কর্ম কর্তারা। ইতিমধ্যেই কর্ণাটক মহামারীর বিরুদ্ধে মনিপাল হাসপাতালে চেয়ারম্যান সুদর্শন বল্লাল প্রথম ভ্যাকসিন নেওয়ার দৃষ্টান্ত সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল করেন। করোনা পরিস্থিতিতে মনিপাল হসপিটাল একটি অগ্রণী ভূমিকা পালন করেছিল; অন্যান্য রোগের পরিমাণ কম থাকলেও সেখানে Covid19 এর একটি আলাদা কেবিন রাখা হয়েছিল তারই এক দৃষ্টান্ত দিলেন হাসপাতালের চেয়ারম্যান সুদর্শন বল্লল। জনগণ এ বিষয়ে সচেতনতা ভূমিকা না নিলেও সরকার এই নিয়ে বেশ সুন্দর উদ্যোগ শুরু করেন বিভিন্ন হসপিটাল এর ভ্যাকসিন পৌঁছানোর জন্য এবং কেন্দ্রীয় সরকার এটাও বলেন যে; কেউ যদি ভ্যাকসিন না নেয় তারপরে Covid 19 আক্রান্ত হলে সরকার এই দায়িত্বভার নেবেন না বলে জানিয়েছেন। এইসাধারণ মানুষের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্বের শুরু হয়