নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড: ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দিচ্ছেন রাজ্য সরকার! খুশি হরিরামপুরের সাধারণ মানুষরা!
দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বক্লের ৭ নং শিরশী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত বোড়া ও শ্যামদাস গ্রামে বাড়ি বাড়ি পানীয় জলের প্রকল্প পৌঁছে দিচ্ছেন রাজ্য সরকার।
এই নতুন প্রকল্প পানীয় জলের সুবিধা নিত্য থেকে নিত্য হরিরামপুরের গ্ৰামের ঘরে ঘরে পানীয় জলের পরিষেবা পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই বিষয়ে এক গ্ৰামবাসি মোহাম্মদ রফিক জানিয়েছেন যে এই রকম প্রক্লপ মমতা বন্দ্যোপাধ্যায়কে এতো ভালো পদক্ষেপের মাধ্যমে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দিচ্ছেন। সে জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আরও জানান যে আগামী নির্বাচনে ৩য় বারের মতো আবারো যেন মুখ্যমুন্ত্রী হন এবং আমাদের এই বাংলার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করুক এটাই আমি চাই বলে জানিয়েছেন। ঘরে ঘরে জল পেয়ে খুশি হরিরামপুরের সাধারণ মানুষরা।
কিন্তু এই ব্যাপারে এক গ্ৰামবাসী অভিযোগ করে আজমাল আলি বলেন রাস্তার পুর্ব দিকের বাড়ি গুলোতে শুধু পানীয় জল পৌঁছে দিচ্ছেন। কিন্তু রাস্তার পশ্চিম দিকে জলের ব্যবস্থা করা হচ্ছে না।
এই বিষয়ে বোড়া বুথের মেম্বার মোহাঃ আলী জানান যে রাস্তার পুর্ব দিকে জলের ব্যবস্থা করা হচ্ছে ঠিক। কারণ হচ্ছে যে রাস্তার পশ্চিম দিকে পাইপ লাইন মাটির নিচে নাই।
রাস্তা নিচ দিয়ে ফুটো করে তারপর রাস্তার পশ্চিম দিকের ঘরে ঘরে খুব তাড়াতাড়ি পানীয় জলের ব্যবস্থা করা হবে। এবং রাস্তার পশ্চিম দিকের সাধারণ মানুষরাও জল ব্যবহার করতে পারবেন।