নিজস্ব প্রতিবেদন; টি নিউজ ওয়ার্ল্ড:-“প্রতারক থেকে বাঁচার উপায়”
প্রিয় পাঠক মন্ডলী,
বর্তমান পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছে গেছে, যেমন- নিজের পেটের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে। একে- অন্যকে ঠকিয়ে, প্রলোভন দেখিয়ে হত্যা রাহাজানি -ছিনতাই; এই সব এর পিছনে মূলত দোষী একাই না, আমরা সবাই-? দপ্তরে ঘুষ, মিথ্যে বলার আসক্তি, মূলত কারণ , আমরা যে সৃষ্টির জীব এবং কেউ আমাদেরকে সৃষ্টি করেছে সেই অতীতে যা আমাদের কোন আকৃতি ছিল না-! বক্ষপিঞ্জর ,বক্ষ- পৃষ্ঠা মিলিত সঙ্গমে নির্গত নাপাক পানিতে ,আমাদের উৎপত্তি ; আকৃতি ধারণ সম্পূর্ণরূপে সৃষ্টিকর্তার হেকমতে সেটা সম্ভব । আফসোস যে আমাদের এই পৃথিবীতে বিলুপ্তি ঘটবে, এমনকি মৃত্যুও যা, কোন দিন সম্ভব হবে না পৃথিবীতে আসা ; ক্ষণস্থায়ী জীবনে, না- জানি আমরা , মানুষ হয়ে মানুষের সঙ্গে অজস্র প্রতারণা করি। জন্ম ,ভাগ্য, মৃত্যু-! এটা আমরা পৃথিবীর মানুষ জানি, কিন্তু অবিশ্বাস করি; আমরা যা খুশি সাজো যা খুশি কর্মকাণ্ড করি। ফলে ভাগ্যের – দোহাই দিয়ে, পৃথিবীতে কুকর্মে লিপ্ত হয় এবং সহজ সরল পথ ছেড়ে দিয়ে ; পৃথিবীর অপ্সরা ধরার জন্য ছুটাছুটি। লোভ, লালসা উচ্চ আকাঙ্ক্ষা এইসব নিজেই নিজেকে ঠকায়; আমাদের কর্মেই রয়েছে নিয়তির ফল। নিজেকে চিনুন ও জানুন , শান্তির ঘুম ঘুমাবেন না যতক্ষণ না সুকর্মের সফলতা অর্জন করেননি, আহার, আয়ু এই সবে আল্লাহ সুবহানাতায়ালার হেকমত রয়েছে ; আপনার আমার কিছুই করার থাকেনা। অতিরিক্ত চাওয়া পাওয়া মানুষ থেকে অমানুষে পরিণত করে; পূর্ব পিতৃত্ব তাহারা পৃথিবী কে ধরতে পারেনি , বর্তমানে আমরাও সেটা কখনোই ধরতে পারবো না -! আসুন আমরা প্রতিজ্ঞা করি, নিজে বাঁচি অন্যকে বাঁচায়। আর নয়কো প্রতারণা প্রতিষেধক হবো আমি।
আমরা মুসলিম শান্তির সৈনিক, সারাটি জীবন ধরে মানুষের সেবায় নিয়োজিত থাকি;
মানুষ সেবায় সূত্রে আমি, সেবায় নিজেকে শামিল করি ; সেবাতেই হব আমি , পরলোকে স্বর্গ বিজয়ী।
সত্য সময়ের সঙ্গী