নিজস্ব সংবাদদাতা; টি নিউজ ওয়ার্ল্ড:- পশ্চিম বাংলার আসন্ন বিধানসভায় প্রধান লড়াইটি মোটামুটি তৃণমূল ও বিজেপির মধ্য হলে ও বাম-কংগ্রেস আই এস এফ জোট ছাড়া ও ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া লড়াই করছে। রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তারা সর্ব মোট ১৫০ টি লড়াইয়ের প্রস্তাব দিলেও বিজেপি কে রোখার লক্ষ্যে ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় কমিটি তা নাকচ করে দিয়েছে। শেষ পর্যন্ত রাজ্য কমিটির দাবি একেবারে নাকচ না করে দিয়ে সর্বমোট ছয়টি আসনে লড়াইয়ের সম্মতি দিয়েছে ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় কমিটি । জানা গিয়েছে, এবার তারা উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গা, দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ, দিনাজপুরের দিনহাটা, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, সুতি ও মালদার রতুয়াতে প্রার্থী দিয়েছে। পার্টি সূত্রে জানা গিয়েছে, রাজ্য কমিটি রতুয়া ও সুতি কে জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। তবে দেগঙ্গা বিধান সভার আইনজীবী রফিকুল ইসলাম কে সামনে রেখে জোর লড়াই দিতে চায় দলের নেতা-কর্মীরা