নিজস্ব প্রতিবেদক; টি নিউজ ওয়ার্ল্ড:-
মালদা জেলার রতুয়া,চলাচল, হরিশ্চন্দ্রপুর মানিকচক গাজোল সহ গোটা মালদা টমেটোর জমিতে পচন ধরেছ। টমেটো কিন্তু সেই টমেটোর বাজারে বিক্রি হচ্ছে ৫ টাকা ধরা বা এক টাকা কিলো তাও ক্রেতার মুখ দেখা যাচ্ছে না। মাথায় চিন্তার বাজ পড়েছে চাষী ভাইদের। রতুয়া বলদিয়ার গ্রামে আব্দুর রহিম ৪৫ জানান; বাজারে টমেটোর নিয়ে যাচ্ছি কিন্তু ক্রেতার মুখ দেখা যাচ্ছেনা। তার ফলে আমাদের প্রচুর বিঘাপ্রতি অনেক টাকা লস। এক টাকা কেজি দিচ্ছি তাও মানুষ নিতে চাইছে না। একারণে প্রশাসনের কাছে আমরা আমাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।