কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন আজ কত টাকা সস্তা হল

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা ;টি নিউজ ওয়ার্ল্ড:- আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাগাতার কমছে ৷ ব্রেন্টের দাম প্রতি ব্যারেলে ৬৫ ডলারের নীচে চলে এসেছে ৷ এর জেরে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম আরও সস্তা হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ দেশের রাজধানী দিল্লিতে বুধবার পেট্রোলের দাম ৯০.৫৬ টাকা প্রতি লিটার ও ডিজেলের দাম ৮০.৮৭ টাকা যা এখনও পর্যন্ত অল টাইম হাই ৷

মার্চে পেট্রোল ও ডিজেলের দাম তিন বার কমানো হয়েছে ৷ এর জেরে পেট্রোলের দাম ৬১ পয়সা ও ডিজেল ৬০ পয়সা প্রতি লিটারে কম করা হয়েছে ৷ ফেব্রুয়ারি মাসে অবশ্য পেট্রোলের দাম প্রায় ১৬ বার বাড়ানো হয়েছিল ৷ এর জেরে পেট্রোলের দাম ০৪.৭৪ টাকা বেড়ে গিয়েছিল ৷ ডিজেলের দাম ১৬দিনে বেড়েছিল ৪.৫২ টাকা ৷

দেখে নিন পেট্রোল ও ডিজেলের দামদিল্লি- পেট্রোল ৯০.৫৬ টাকা, ডিজেল ৮০.৮৭ টাকামুম্বই- পেট্রোল ৯৬.৯৮ টাকা, ডিজেল ৮৭.৯৬ টাকাচেন্নাই- পেট্রোল ৯২.৫৮ টাকা, ডিজেল ৮৫.৮৮ টাকাকলকাতা- পেট্রোল ৯০.৭৭ টাকা, ডিজেল ৮৩.৭৫ টাকানয়ডা- পেট্রোল ৮৮.৯১ টাকা, ডিজেল ৮১.৩৩ টাকাবেঙ্গালুরু- পেট্রোল ৯৩.৫৯ টাকা, ডিজেল ৮৫.৭৫ টাকাভোপাল- পেট্রোল ৯৮.৫৮ টাকা, ডিজেল ৮৯.১৩ টাকাচন্ডীগড়- পেট্রোল ৮৭.১৪ টাকা, ডিজেল ৮০.৫৭ টাকাপটনা- পেট্রোল ৯২.৮৯ টাকা, ডিজেল ৮৬.১২ টাকালখনউ- পেট্রোল ৮৮.৮৫ টাকা, ডিজেল ৮১.২৭ টাকা

প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম বদল করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপর এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here