নিজস্ব প্রতিনিধি, টি নিউজ ওয়ার্ল্ড: উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে উত্তর মালদা। উত্তর মালদার বাসিন্দারা চিরকালই উন্নয়ন থেকে বঞ্চিত। সমগ্র মালদা জেলার মধ্যে উন্নয়নের দিকে চাঁচল মহাকুমা সবচেয়ে পিছিয়ে । এতটা পিছিয়েছে যে এখানের মহকুমা সদর এখনো পঞ্চায়েত দ্বারা পরিচালিত হয়। এখানে কোন মিউনিসিপালিটি নেই । অথচ চাঁচল ,সামসি হরিশ্চন্দ্রপুর ও রতুয়া এই জায়গাগুলি আর আগের মতো গ্রাম হয়ে নেই। ছোট শহর হিসেবে আত্মপ্রকাশ করছে। কিন্তু পরিকল্পনার অভাবে এগুলো অগোছালো ভাবে কংক্রিটের দালানে রূপান্তরিত হচ্ছে। এখানে কোন ইনডাস্ট্রি নেই। নেই কোনো ইউনিভার্সিটি ,মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজ । ১৫ লক্ষ জনসংখ্যা বিশিষ্ট এই মহাকুমাতে রয়েছে মাত্র ৩ টি ডিগ্রি কলেজ। তাই উচ্চশিক্ষা লাভের জন্য কেউ ইংরেজবাজার টাউন, শিলিগুড়ি ,কলকাতা বা ব্যাঙ্গালোর ছুটে যাচ্ছে ।শিল্পের অভাব থাকার ফলে এলাকায় প্রচুর পরিমাণে পর্যায় শ্রমিক বাইরে কাজ করতে যাচ্ছেন । এবং এখানে কোন বড় শহর না থাকায় এখানে সম্ভ্রান্ত লোকেরা বাইরে চলে যাচ্ছেন বসবাসের জন্য । ফলে এলাকার আর্থসামাজিক মানদন্ড ,মেধা ও মানবশক্তিকে ক্ষয় হয়ে চলছে দিনের পর দিন ।
উন্নয়নের জন্য জলপাইগুড়ি জেলা থেকে আলিপুরদুয়ার তৈরি হয়েছে । সেখানে ইউনিভার্সিটিও তৈরি হচ্ছে। এছাড়া ঝাড়গ্রামেও ইউনিভার্সিটি হচ্ছে ।
আমরা যতদিন দক্ষিণ মালদার সাথে যুক্ত থাকবে ততদিন উত্তর মালদার কোন উন্নয়ন হবে না।
আমরা উত্তর মালদা তথা চাঁচল মহাকুমার বাসিন্দারা কি সব সময় ইংরেজবাজার টাউনের দিকে তাকিয়ে থেকে যাব।
আর চুপ থেকে নয়। আমাদের দাবির সময় এসে গিয়েছে।
২০২২ পুরসভার নির্বাচনের সময় নিজ এলাকার নেতা গুলোর মধ্যে এই দাবিগুলো পৌঁছে দিন।
যাতে তারা যে রাজনৈতিক দলের হোক না কেন তারা যেন উত্তর মালদার এলাকা ভিত্তিক উন্নয়ন নিয়ে ভাবে।
আমাদের দাবিগুলো হলো –
১. চাঁচল মহাকুমাকে উত্তর মালদা জেলায় রূপান্তরিত করা।
২. চাঁচল ও সামসিতে মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠা করা ।
৩. সামসিকে আলাদা ব্লক হিসেবে গড়ে তোলা।
৪. ভালুকা, তুলসিহাটা,মালতিপুর ও সামসিতে পুলিশ থানা তৈরি করা ।
৫. চাঁচলে মহিলা কলেজ স্থাপন করা।
৭. সামসিতে আইনের কলেজ স্থাপন করা।
৬. ভালুকা(হরিশচন্দ্রপুর ২), রতুয়া , পুখূরিয়া (রতুয়া ২) ও মালতিপুরে (চাঁচল ২) ডিগ্রি কলেজ তৈরি করা।
৭. উত্তর মালদা মেডিক্যাল কলেজ , উত্তর মালদা ইউনিভার্সিটি এবং উত্তর মালদা ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা ।
৮. চাঁচল – সামসি হাইওয়ের ধারে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার গড়ে তোলা ।
৯. সামসি স্টেশনে দূরপাল্লার ট্রেনের সংখ্যা বাড়ানো ও রেলওয়ে ফাইওভার দ্রুত সম্পন্ন করা ।
১০. বন্যাপ্রবন এলাকাগুলোতে বাঁধ নির্মাণ করা ।