টিনিউজ ওয়ার্ল্ড নিজস্ব সংবাদদাতা :- নির্মাণ শ্রমিকদের নিয়ে সচেতনতা সেমিনার ও সমাজ বার্তা সংবাদপত্রের বার্ষিক সংকলন প্রকাশ অনুষ্ঠান
মুর্শিদাবাদের জঙ্গিপুর বরোজ গুলবাগ একাডেমিতে ৩১ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো নির্মাণ কর্মীদের নিয়ে একটি মনোজ্ঞ সেমিনার ও সমাজ বার্তা সংবাদপত্রের বার্ষিক সংকলন প্রকাশ অনুষ্ঠান।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনোজ্ঞ আলোচনা সভার আয়োজনে ছিলেন কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার মতিউর রহমান, সমাজ বার্তা সংবাদপত্রের সম্পাদক মহঃ মুস্তফা শেখ।
এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন মুর্শিদাবাদ জেলার প্রবীণ প্রতিবাদী লেখক কাজী আমিনুল ইসলাম মহাশয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, প্রাবন্ধিক, লেখক তথা কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান মহাশয় । বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন যথাক্রমে বিশিষ্ট প্রবীণ সাংবাদিক, প্রাবন্ধিক, লেখক তথা রংধনু পাক্ষিক সংবাদপত্রের সম্পাদক জয়নুল আবেদীন মহাশয় , বহুল চর্চিত বাংলা দৈনিক বর্তমান সংবাদ পত্রিকার বিশিষ্ট সাংবাদিক সবুজ বিশ্বাস তথা হাসিবুর রহমান মহাশয় , বিশিষ্ট গল্পকার, লেখক তথা গুলবাগ একাডেমির প্রতিষ্ঠাতা এস এম নিজাম উদ্দিন মহাশয় , বিশিষ্ট কবি ও শিক্ষক আবদুস সালাম মহাশয় , বিশিষ্ট কবি মহঃ গফুর সেখ , বিশিষ্ট কবি ও সমাজসেবী ডক্টর মহঃ তোহা সেখ , বিশিষ্ট লেখক তাহাসিনুল ইসলাম মহাশয় , বিশিষ্ট শিক্ষক মনিরুজ্জামান -বিটু মহাশয় , বিশিষ্ট শিক্ষক ও কবি লক্ষণ দাস মহাশয়। বিশিষ্ট গুণীজন ও কবি সাহিত্যিকগণ দূরবর্তী এলাকায় কর্মরত নির্মাণ কর্মী তথা শ্রমিকদের দুর্দশার কথা কবিতার মধ্যে ও বক্তব্যের মধ্যে তুলে ধরেন ও শ্রমিকরা কোন সমস্যার সম্মুখীন হলে সহজ সমাধানের বার্তাও প্রদান করেন । উপস্থিত ছিলেন রাজেশ সেখ তথা মুসা বিশ্বাস মহাশয় , গুলবাগ একাডেমির প্রধান শিক্ষক মহঃ নাসের সাহেব, বিশিষ্ট লেখিকা ও শিক্ষিকা রিনা কংস বণিক মহাশয়া , বিশিষ্ট কবি মুহাম্মদ ইসমাইল , বিশিষ্ট শিক্ষক গোলাম কিবরিয়া মহাশয়, ফিজিওথেরাপিস্ট ডাক্তার সালাহুদ্দিন সাহেব , আব্দুল লতিফ, কবি মর্জেম হোসেন, বিশিষ্ট কবি ইজাজ আহমেদ, পাপিয়া মন্ডল সোহেল রানা প্রমুখ। উপস্থিত ছিলেন চোখে পড়ার মতো এলাকার নবীন ও প্রবীণ নর-নারী গণ। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন সমাজ বার্তা সংবাদপত্রের সম্পাদক মহঃ মুস্তফা শেখ।