মরিচের ক্ষুদে মাকড় (মাইট) দমন

0
Spread the love

নিজস্ব  প্রতিবেদন ; টি নিউজ ওয়ার্ল্ডঃ-  

মরিচের ক্ষুদে মাকড় (মাইট) দমন।পোকা চেনার উপায় : এ পোকা দেখতে অত্যন্ত ছোট, সাধারণত হাত লেন্সের সাহায্য ছাড়া দেখা যায় না। পোকা উপবৃত্তাকার, উজ্জ্বল, হলদে সবুজ বর্ণের আট পা বিশিষ্ট। ক্ষতির ধরণ : মাইট গাছের রস শোষণ করে এবং পানি স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হয়। পাতা ফ্যাঁকাসে, মোচড়ানো এবং নিচের দিকে নৌকার মত বাঁকানো হয়।ফসলের যে অংশে আক্রমণ করে : আগা , কাণ্ড , পাতা , কান্ডের গোড়ায় ।

ব্যবস্থাপনা :সালফার জাতীয় (কুমুলাস ডিএফ বা রনোভিট ৮০ ডব্লিউজি বা থিওভিট ৮০ ডব্লিউজি বা সালফোলাক ৮০ ডব্লিউজি, বা রনোভিট ৮০ ডব্লিউজি বাম্যাকসালফার ৮০ ডব্লিউজি বা সালফেটক্স ৮০ ডব্লিউজি) এর যে কোন একটি প্রতি লিটার পানিতে ২.৫ গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।

অন্যান্য :

আধা ভাঙ্গা নিম বীজের ( ৫০ গ্রাম এক লিটার পানিতে ২৪ ঘণ্টা ভেজানোর পর মিশ্রণটি ছাঁকতে হবে ) রস আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করতে হবে।

অথবা নিমতেল ৫ মিলি + ৫ গ্রাম ডিটারজেন্ট পাউডার বা তরল সাবান প্রতি লিটার পানিতে মিশিয়ে পাতার নীচের দিকে স্প্রে করতে হবে ।

বিঃ দ্রঃ

মাকড়ের সাথে অন্য পোকার আক্রমণ দেখা দিলে প্রথমে মাকড়নাশক ব্যবহার করে অতপর কীটনাশক প্রয়োগ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here