গমের নাড়া পুড়াতে গিয়ে গমের ক্ষেতে আগুন

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা; টিনিউজ ওয়ার্ল্ড ইটাহার:- গমের নাড়া পুড়াতে গিয়ে গমের ক্ষেতে আগুন লেগে স্মীভভূত হয়ে গেল প্রায় ১০ বিঘা জমির ফসল। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে । এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াল ইটাহার গ্রাম পঞ্চায়েতের খামরুয়া এলাকায় আলগ্রামে। জানা গেছে, প্রশাসনের নিষেধাক্ষা উপেক্ষা করে আলগ্রামের কোন বাসিন্দা জমিতে ভূট্টা চাষের জন্য তার গমের জমির নাড়া পুড়ানোর জন্য আগুন ধরিয়ে দেয়। সেই আগুনে পাশের প্রায় ১০ বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে যায়। গ্রামের মানুষ প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর দেওয়া হয় দমকলকে ১ টি ইঞ্জিন এসে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। কিন্তু দমকলের ইঞ্জিন আসার আগেই প্রায় ১০ বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে যায়।

পাশের কয়েক বিঘা জমিতে ফসল না থাকায় বড়সড় ক্ষতির মুখ থেকে রক্ষা পেল আরও বেশকিছু জমির ফসল। ফসল পুড়ে যাওয়ায় মাথায় হাত যতন মণ্ডল সহ ৫ জন কৃষকের। প্রশাসনের কাছে সাহায্যের আর্জি করেছেন অসহায় কৃষকরা।

ডাঃ মিসেস পলি চক্রবর্তী উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

Peace Honey 100g

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here