বীরভূম,নিজস্বসংবাদদাতা:- গত রবিবার বীরভূম জেলার দুবরাজপুরে একজন মোটরবাইক চালকের কাছ থেকে মোট ১০কেজি গাঁজা উদ্ধার করেছে দুবরাজপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ নির্দিষ্ট জায়গায় আগে থেকেই ওঁত পেতে বসে ছিল এরপর সেখানে ওই বাইক চালক আসতেই তার তল্লাশি শুরু করে পুলিশ। পরে মোটরবাইকের সিটের নিচে থেকে গাঁজার ১০টি প্যাকেট পুলিশ উদ্ধার করে যার বাজার দর ২ লক্ষ টাকার উপর বলে দাবি করেছে পুলিশ।
গাঁজা উদ্ধার এর সঙ্গে সঙ্গে বাইক চালককে গ্রেপ্তার করা হয়। জানা যাচ্ছে ধৃত ব্যক্তির নাম দীপক ঘরাই, সে দুবরাজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বীরভূমের দুবরাজপুর এলাকায় গাঁজা সহ অন্যান্য নানা মাদক জাতীয় দ্রব্যের চোরাকারবারির বেশ কিছুদিন ধরে রমরমা চলছিল আর এই ব্যাপারে স্থানীয় লোকজনের মধ্যে অসন্তোষও বাড়ছিল। স্থানীয় লোকের অভিযোগ, কিছু সমাজবিরোধী লোক পাশের ঝারখান্ড রাজ্য থেকে গাঁজা নিয়ে এসে গ্রামে তরুণ ছেলেদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তবে দেরীতে হলেও প্রশাসন এ ব্যাপারে এখন একটু সজাগ হওয়ায় এই কর্মকান্ডে জড়িত বেশ কয়েকজন বাঘা বাঘা লোক পুলিশের জালে আটকা পড়েছে।