নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:- আজ জঙ্গীপুর হাসপাতালে চিকিৎসাধীন একজন রুগী নূর আলম অনেক দিন ধরে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত।তার বয়স ১৩ বছর।তার রক্তের গ্রুপ এ পজিটিভ।বাড়ি সোদপুর নূরপুর, মুর্শিদাবাদ।তার পিতা বলেন, অনেক দিন থেকেই আমার ছেলের চিকিৎসা চলছে।গত কয়েকদিন আগে কলকাতা এন আর এসে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলাম সেখানে কোন সুরাহা হয়নি।নীল রতনের ডাক্তার বাবুরা বলেছেন,তার রক্ত লাগবে, রক্তের খুবই প্রয়োজন। রুগীর বাবা বলেন যে, আমাদের স্থানীয় কয়েকটি সংস্থা আছে তারা রক্তের ব্যবস্থা করে দেয়।তাই তিনি কলকাতা থেকে জঙ্গীপুর হাসপাতালে তাঁর ছেলেকে ভর্তি করেন। তিনি রক্তের জন্য আবেদন করেন সেভ হিউম্যানিটি ব্লাড গ্রুপের কাছে।সেভ হিউম্যানিটি ব্লাড গ্রুপের সক্রিয় সদস্য রাজেশ সেখ সেভ হিউম্যানিটি ব্লাড গ্রুপের ডিরেক্টর মুসলেহুদ্দীন মাযহারী সাহেবকে হটসআপে বলেন। তিনি রুগীর বাড়ির লোকেদের আশ্বস্ত করে বলেন, আমি ডোনার নিয়ে আসছি। অনেককেই ফোন করেন এবং ফেসবুকেও একটি পোস্ট করেন। সেই পোস্টের ভিত্তিতে মাসউদ হাসান অরঙ্গাবাদ থেকে এসে রক্ত দিয়ে মানবতার নজির স্থাপন করলেন। রুগীর বাড়ির পরিবার খুবই আনন্দিত হয়েছেন।