আমফানের পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ

0
Spread the love

কিছুদিন আগেই ভারতের পূর্ব উপকূলে তাণ্ডব চালিয়ে গেছে সুপার সাইক্লোন আমফান যার ফলে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্য প্রায় বিধ্বস্ত হয়ে গেছে। আমজনতা এই বিপদ থেকে উদ্ধার পেতে না পেতেই  এখন শোনা যাচ্ছে আরোও এক সুপার সাইক্লোন ভারতের পশ্চিম উপকূলের দিকে অগ্রসর হচ্ছে যার নাম দেওয়া হয়েছে সাইক্লোন নিসর্গ।

দিল্লির আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে, আরব সাগরের মাঝে ব্যাপক নিম্নচাপের সৃষ্টি হয়েছে যা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং এর অভিমুখ ভারতের পশ্চিম উপকূলের দিকে। আবহাওয়াবিদরা অনুমান করছেন আগামী তিন থেকে চার দিনের মধ্যে এই নিম্নচাপ ব্যাপক শক্তির সঞ্চয় করবে এবং পূর্ব দিকে অগ্রসর হয়ে ভারতের পশ্চিম উপকূলে তথা মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্যের উপর আছড়ে পড়বে। আবহাওয়াবিদরা এও জানিয়েছেন যে এই ঘূর্ণিঝড় আমফান এর মতো শক্তিশালী হবে না তবে তারা নিশ্চিত করেছেন যে এই ঘূর্ণিঝড় ৩ জুন অথবা ৪ জুন ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়বে। আবহাওয়াবিদদের আগাম সর্তকতা পেয়ে মহারাষ্ট্র সরকার এখন থেকেই উপকূলবর্তী এলাকায় হলুদ সর্তকতা জারি করেছে যাতে করে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here