মহারাষ্ট্র সরকারের কাছে মসজিদ ও মন্দিরের দরজা পুনরায় খোলার আহ্বান জানালো বিরোধীরা

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা:- দেশে লকডাউন জারি হাওয়া প্রায় পাঁচ মাস হতে চললো। দেশের লকডাউন জারির সঙ্গে সঙ্গে অন্যান্য বহু প্রতিষ্ঠান মতোই মন্দির মসজিদসহ অন্যান্য সব ধর্মীয় উপাসনা গৃহগুলির দরজাও বন্ধ হয়ে যায়।

বর্তমানে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে, দেশের বিভিন্ন রাজ্য সরকার লকডাউনের ক্ষেত্রে  অনেকটা শিথিলতা নিয়ে এসেছে। রাজ্য কে সচল রাখতে দোকানপাটসহ বিভিন্ন অফিস খোলার অনুমতি দেওয়া হয়েছে, এমনকি ধর্মীয় উপাসনা গৃহ গুলির  দরজা খুলে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

তবে মহারাষ্ট্র সরকার, রাজ্যের বিভিন্ন কর্মক্ষেত্রে শিথিলতা জারি করলেও এখন পর্যন্ত মন্দির-মসজিদ সহ সমস্ত উপাসনা গৃহগুলির দরজা বন্ধ রেখেছে। আর তা নিয়েই রাজ্য সরকারের সঙ্গে বিরোধী দলগুলির তরজা শুরু হয়েছে মারাঠা ভূমে। বিজেপি সহ মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, সমাজবাদী পার্টি ও মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন প্রায় সব বিরোধী দলগুলি একাট্টা হয়ে মহারাষ্ট্র সরকারের তুলোধুনো করেছে। কয়েকজন বিরোধী দলনেতা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে রাজ্যপালের কাছে চিঠি দিয়েছেন যাতে করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি পুনরায় খুলে দেওয়া হয়। এমআইএম নেতা ওয়ারিশ পাঠান কিছুটা কটাক্ষের সুরে বলেন,

“যদি মদের দোকান গুলোর দরজা খোলার অনুমতি পাওয়া যায় তবে মন্দির মসজিদের কেন নয়।”

 

মহারাষ্ট্র সরকার এখন পর্যন্ত এ দাবি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে রাজ্য সরকারের শরিক নেতা এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার জানিয়েছেন, “বিরোধীদের দাবির কথা আমার কানে এসেছে, খুব শীঘ্রই আমরা নিজেদের মধ্যে বৈঠক করব। বৈঠকের ফল ইতিবাচক হলে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে ধর্মীয় উপাসনা গৃহ গুলির দরজা পুনরায় খুলে দেওয়া হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here