পূর্ব উপকূলে আমফান শক্তিশালী হামলা চালানোর পর এবার পশ্চিম উপকূলে তাণ্ডব চালাতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ। India Meteorological Departments (IMD) কমলা সতর্কতা জারি করলেও এখন লাল সতর্কতা জারি করে দিয়েছে। কারন এবার সব লন্ডভন্ড করতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ, যার গতি হবে ঘণ্টায় ১২০ কিমি! উল্লেখ্য, এই ঘূর্ণিঝড়ের হাত ধরেই দ্রুত কেরলে প্রবেশ করবে বর্ষা। আর সেই কারণেই দিল্লি ও তার পার্শ্ববর্তী অংশেও হতে পারে বৃষ্টি। ক’দিন আগেই পূর্ব উপকুলে তাণ্ডবলীলা চালিয়েছে এই ঘূর্ণিঝড়। সেই তীব্রতা নিয়েই যদি নিসর্গ পশ্চিম উপকূলে আঘাত করে, তাহলে ক্ষয়ক্ষতির আশঙ্কা যে তীব্র রয়েছে, তা বলাই বাহুল্য।