স্থায়ীকরণের দাবীতে NHM ও NHUM কর্মীদের মুর্শিদাবাদ জেলা শাসকের কাছে গণডেপুটেশন

0
Spread the love

টি নিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতা: গত বৃহস্পতিবার বহরমপুরে স্বাস্থ্য দপ্তরের অস্থায়ী NHM ও NHUM কর্মচারীরা মুর্শিদাবাদ জেলা শাসকের কাছে একটি ডেপুটেশন জমা দেন। তাদের বক্তব্য নভেম্বর মাসের ১০ তারিখে সারা রাজ্যের প্রত্যেক জেলায় প্রতিটি উপস্বাস্থ্য কেন্দ্র,  ব্লক হাসপাতালসহ SDH, DH ও CMOH অফিসের প্রত্যেক স্তরের NHM  কর্মীগন দু ঘণ্টা প্রতীকী কর্মবিরতি  করেছিলেন।

তারা জানাচ্ছেন এই করোনা সময় কালে প্রথম সারির কর্মচারী হিসেবে তারা কাজ করে চলেছেন অথচ তাদের কাজের নিশ্চয়তা তথা স্থায়ীকরণ করা হচ্ছে না, বেতন বাড়ানো হচ্ছে না এবং সম কাজে সম বেতনসহ সম মর্যাদা দেওয়া হচ্ছে না । এই সব দাবি যদি মানা না হয় সামনে ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে সারা রাজ্য জুড়ে অবস্থান কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here