মুরারই থানা পুলিশের বড় সাফল্য

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:- আজ ৪ ঠা  নভেম্বর সকাল ৯ টা নাগাদ বীরভূম জেলা পুলিশের অন্তর্গত  মুরারই থানার ওসি এস আই আফরোজ হোসেনের কাছে খবর আসে একটি ৪০৭ পিকআপ ভ্যানে করে কিছু নিষিদ্ধ শব্দ বাজি ঝারখন্ডের দিকে যাচ্ছে। এই খবর পাওয়ার সাথে সাথে ওসি এস আই আফরোজ হোসেন ও এস আই আভিজিৎ হাজরা, সিভিক ভলেন্টিয়ার রাজু প্রামানিক ও সিভিক ভলেন্টিয়ার বদরুল আলাম, জে সি/ ১৫ শুভেন্দু ব্যানার্জি দুলান্দি নাকা পয়েন্ট এ (বাংলা ঝারখান্ড অন্তরাজ্য সীমানা) হাজীর হয় এবং এ, এস, আই আবুল বরকত মীর, কনস্টেবল /২৭১ পূর্ণেন্দু সেন ও জে সি/৪০৮ দীপক মন্ডল,  যারা মোবাইল ডিউটি করছিলো তাদের ও নির্দেশ দেওয়া হয় যে ঐ গাড়ীটি পেলে যেন আটক করে। মুরারই বাজারে ঐ গাড়ীটিকে মোবাইল অফিসার দাঁড় করাতে গেলে গাড়ীটি দ্রুত গতিতে ওখান থেকে চলে যায় এবং ওর পিছনে ধাওয়া করা হয় এবং দুলান্দি বোর্ডারে ঐ গাড়ীটিকে ওসি  ও সঙ্গে থাকা পুলিশ মিলে গাড়ীটিকে আটক করে এবং সন্দেহ হওয়ার ফলে ঐ গাড়ীটিতে তল্লাসি চালানো হয়। ঐ গাড়ীটিতে মোট ২৫টি বস্তা চাপানো ছিল এবং প্রত্যেকটি তেই নিষিদ্ধ শব্দ বাজি  ভর্তি ছিল মোট ১৩০০০ প্যাকেট। নিষিদ্ধ শব্দ বাজী সহ ঐ গাড়ীটিকে সীজ করা হয় এবং ঐ গাড়ীর মধ্যে থাকা বাক্তিকে আটক করা হয়।

এই কোভিড অতিমারি অবস্থায় অবশ্যই শব্দ বাজি থেকে দূরে থাকুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here